Pages

Ads 468x60px

Featured Posts

Friday, January 18, 2013

প্রবাসী বন্ধুদের বলছি...


দূর পরবাসে

প্রবাসী বন্ধুদের বলছি...

তারিখ: ১৯-০১-২০১৩
প্রিয় বন্ধু,
আপনি থাকেন প্রবাসে, কিন্তু আপনার মন পড়ে থাকে বাংলাদেশে, আপনারা কথা বলেন বাংলায়, সারাক্ষণ দেশের কুশলের ব্যাপারে আকুল হয়ে থাকে আপনার হূদয়। বিদেশে থেকেও আপনি যুক্ত থাকেন বাংলা ভাষার সঙ্গে, দেশের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে। কঠোর পরিশ্রম করে আপনি সাফল্য বয়ে আনেন নিজের জীবনে, মুখোজ্জ্বল করেন স্বদেশের ও স্বজনের। আপনাকে নিয়ে আমরা গর্ব করি।
প্রথম আলো-য় আমরা আপনার প্রবাস জীবনের কথা প্রকাশ করতে চাই। 
প্রবাসজীবনের সুখদুঃখের কথা, সাফল্যগাথা, উত্সব-আয়োজন নিয়ে সাজাতে চাই দূর পরবাসে নামের একটা নতুন বিভাগ। আপনিই হতে পারেন আমাদের লেখক। লিখুন দূর পরবাসে বিভাগে। সঙ্গে প্রাসঙ্গিক আলোকচিত্র অবশ্যই পাঠাবেন। লেখার সঙ্গে আপনার পূর্ণ ঠিকানা, টেলিফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দিতে ভুলবেন না।
লেখা বিজয় কিংবা অভ্রতে কিংবা স্ক্যান করে বা ফটো তুলে পাঠাতে পারেন ই-মেইলে।
dp@prothom-alo.info

বিশজুড়ে বাংলা
বিশ্বজুড়ে প্রথম আলো

Wednesday, January 16, 2013

বন্ধু


বন্ধু

যে বিড়ালটা তোমায় দেখে মীও ডাকে
তোমার ভয়ে আড়াল খুঁজে লুকিয়ে থাকে;
আবার কভু তোমায় দেখে লেজটি নাড়ে
বন্ধু ভেবে তোমায় সে যে আসে ধারে।
দূরে গেলে তোমায় পেতে ব্যাকুল সে যে
মনের টানে প্রতীক্ষাতে তোমায় খুঁজে;
চোখের ভাষায় বন্ধু বলে ভালোবেসে
মীও ডাকে তোমার রুমের দ্বারে এসে।
কেন তাকে হঠাত করে আঘাত করো
পশু বলে! দেখো না ভেবে! দুঃখ তারও;
ক্ষিধে পেলে তারও মাথা ঝিম ঝিম করে
তোমার পিছু নিয়ে হাটে যদিও ডরে।
যে শিশুটি ক্ষুধার জ্বালায় চেয়ে থাকে
জীর্ণ শরীর, বাঁচার ইচ্ছে ছোট্ট বুকে;
অভাব তাকে শিক্ষা থেকে দূরে রাখে
ক্ষুধার রাজ্যে যুদ্ধ তাহার চলতেই থাকে।
তীব্র শীতের ভোর বেলাতে কাঁপতে দেখে
যে কাপড়টা ঘরের কোনে পড়ে থাকে;
মা’কে বলে একটা কাপড় দেও না ওকে!
বন্ধুর হাত বাড়িয়ে দিয়ে বাঁচাও তাকে।
——————————————–
১৭ নভেম্বর, ২০১২
দাম্মাম
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২০ টি মন্তব্য (লেখকের ১০টি) | ৯ জন মন্তব্যকারী

  1. মোঃ খালিদ উমর : ১৮-১১-২০১২ | ২০:১২ |
    Delete
    অনেক অনেক দিন আগে (৩৫ বছর) বাহরাইন থেকে দাহরান হয়ে দাম্মাম গিয়েছিলাম, ৩/৪ মাস ছিলাম। বুঝতে পারছি এখন সেই দাম্মাম নেই। তা আপনি ভাল আছেনতো?
    ছড়াটা দারুণ হয়েছে বন্ধু!
 

Sample text

Sample Text

Sample Text